প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:58 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

অসহযোগ-এর মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক শব্দকে চরমভাবে পদদলিত করা হবে বলে আশঙ্কা

জিল্লুর রহমান: বাংলাদেশের বিরোধী দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে। সাতই জানুয়ারির ভোট বর্জন করা, কর ও ইউটিলিটি বিল না দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এই দলটির নেতৃত্বাধীন জোট।

উপমহাদেশে অসহযোগ আন্দোলন: বৃটিশদের বিরুদ্ধে এই উপমহাদেশে প্রথম অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালিত ভারতব্যাপী অহিংস গণ-আইন অমান্য আন্দোলনগুলির মধ্যে এটিই  সর্বপ্রথম। ১৯২০ সালের সেপ্টেম্বর থেকে ১৯২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই আন্দোলন।

বাংলাদেশে অসহযোগ আন্দোলন ১৯৭১ সালের মার্চে পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ কর্তৃক পরিচালিত একটি ঐতিহাসিক আন্দোলন। ১ মার্চে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর জনগণের স্বতস্ফুর্ত আন্দোলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২ মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলমান থাকে। মোট ২৫ দিন স্থায়ী হয় এই আন্দোলন। আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল,পাকিস্তানের কেন্দ্রীয় সরকার থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন নিশ্চিত করা।

এই সময়কালে ক্রমশ পূর্ব পাকিস্তানের বেসামরিক প্রশাসনের উপর থেকে পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রায় অচল হয়ে পড়ে। আন্দোলনের একপর্যায়ে সেনানিবাসের বাইরে পুরো পূর্ব পাকিস্তান কার্যত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে চলছিল।

প্রশ্ন হলো বর্তমান সরকারের বিরুদ্ধে এই অসহযোগ আন্দোলন কতটা সফল হবে?

বিএনপি এবং তাদের মিত্ররা গত কয়েক মাসে যেসকল হরতাল অবরোধ দিয়েছে, প্রথম দুই একদিন সফল হলেও পরবর্তীতে তা ব্যর্থ হয়েছে। 

অসহযোগ আন্দোলনের জন্যে প্রয়োজন জনগণের সরাসরি সম্পৃক্ততা,  কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ এতে সায় দিবে না, পরিস্থিতি সেটি বলে না।

গত ১৫ বছরে বিএনপি এবং তাদের মিত্ররা সরকারবিরোধী আন্দোলনে সেই অর্থে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি যে অর্থে একটি গণ আন্দোলন হতে পারে, গণ আন্দোলন যেখানে গড়ে উঠেনি সেখানে দীর্ঘ বা স্বল্প মেয়াদে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হাস্যকর।

অসহযোগ আন্দোলন বাংলাদেশে বা এই উপমহাদেশে 

যাদের নেতৃত্বে হয়েছে এবং যে পরিবেশ পরিস্থিতিতে হয়েছে, সেই নেতৃত্ব যেমন বাংলাদেশে কোন দলের নেই, তেমনি সেই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার মত সক্ষমতাও কারো নেই।

বাংলাদেশের জনগণ হরতাল অবরোধের কথা বললে যে চিত্রটি ফুটে উঠতো, বিএনপি এবং জোট গত দশ বছরে সেই চিত্রটি পাল্টে দিয়েছে। হরতাল অবরোধ বলতে মানুষ এখন একটি নিরুত্তাপ দিনকে বুঝে থাকে, যেখানে সব কিছুই সচল থাকে। এই প্রেক্ষাপটে অসহযোগ-এর মত একটি ঐতিহাসিক, অর্থপূর্ণ রাজনৈতিক শব্দটিকে চরমভাবে পদদলিত করা হবে বলে আশঙ্কা করছি, যা ভবিষ্যৎ রাজনীতির জন্যে অকার্যকরী শব্দ হিসেবে পরিণত হতে পারে।